জম্মু, ৭ সেপ্টেম্বর (হি.স.) : বিগত ১০ বছরে জম্মু ও কাশ্মীরে ৭০ শতাংশ সন্ত্রাসবাদ কমানোর কাজ করেছে বিজেপি। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ। শনিবার জম্মুতে এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “সন্ত্রাসবাদের কারণে কাশ্মীর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশ্মীরে এমন সরকার ছিল, যারা সন্ত্রাসবাদের প্রতি অন্ধ ছিল। এমন কিছু মানুষ আছেন যারা এখানে এসে মুখ্যমন্ত্রী হবেন যখন শান্তি থাকবে এবং যখন সন্ত্রাস থাকবে তখন তারা দিল্লিতে চলে যাবেন এবং কফি বারে কফি পান করবেন। ভারতীয় জনতা পার্টি ১০ বছরে সন্ত্রাসবাদ ৭০ শতাংশ কমানোর কাজ করেছে।”অমিত শাহ আরও বলেছেন, “বহু বছর পর নির্ভয়ে অমরনাথ যাত্রা করা হয়েছে। বহু বছর পর উপত্যকায় নাইট থিয়েটার শুরু হয়েছে, উপত্যকায় বের হয় তাজিয়া মিছিল। জম্মু ও কাশ্মীরের জনগণ বিশেষ করে জম্মুর জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা সন্ত্রাস চায় নাকি শান্তি ও উন্নয়ন চায়। এনসি (ন্যাশনাল কনফারেন্স) এবং কংগ্রেস ক্ষমতায় এলে সন্ত্রাস আসবে এবং বিজেপি এলে এখানে কেউ অনুপ্রবেশ করতে পারবে না।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “এখানে একটা গুঞ্জন চলছে যে, ন্যাশনাল কনফারেন্স সরকার গঠন করতে চলেছি। আমি খুব অল্প বয়স থেকেই নির্বাচনী পরিসংখ্যানের ছাত্র এবং আমি আপনাদের বলছি, জম্মু ও কাশ্মীরে কংগ্রেস এবং ফারুক আবদুল্লাহর সরকার কখনই তৈরি হতে পারে না।”
2024-09-07