নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৬ আগস্ট: খুঁটিপূজার মাধ্যমে দুর্গা উৎসবের সূচনা করেন কমলপুর শহরের ইয়ুথ রিক্রিয়েশন ক্লাব।কমলপুরের ইয়ুথ রিক্রিয়েশন ক্লাব এবার দুর্গা পূজা ৫১ বছরে পা দিয়েছে। এবার পূজার বাজেট ১৯ লক্ষ টাকা।
শহরের আরো পাঁচটা ক্লাবের সাথে পাল্লা দিয়ে ইয়ুথ রিক্রিয়েশন ক্লাব জাঁকজমকভাবে পূজা করে আসছে। এবারো এর কোন ব্যতিক্রম হবে না। প্রতি বছর শহরের ইয়ুথ রিক্রিয়েশন ক্লাব দুর্গা পূজাকে সামনে রেখে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড করে থাকে।
এবারো রক্তদান, দুঃস্থদের বস্ত্রদান, স্বচ্ছ ভারত অভিযান ইত্যাদি। এবিষয়ে ইয়ুথ রিক্রিয়েশন ক্লাবের সভাপতি টম ঘোষ সরকার ও সম্পাদক প্রশান্ত সাহা জানান।