মালদা ও কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি.স.) : আর জি কর মেডিকেল কলেজের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপির উদ্যোগে সারা রাজ্যে চাক্কা জ্যাম কর্মসূচি পালিত হয়েছে। মালদা জেলার পুরাতন মালদা সাহাপুরের সেতু মোড়ে বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে কর্মসূচি পালিত হয়। এই বিক্ষোভের ফলে মালদা-নালাগোলা রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিজেপির পক্ষ থেকে কলকাতার ভিআইপি রোডের বাগুইআটি কলেজ মোড়েও একই কর্মসূচি পালন করা হয়। দীর্ঘক্ষণ ধরে এই প্রতিবাদের ফলে ভিআইপি রোডে যান চলাচলে ব্যাপক সমস্যা দেখা দেয়। বিজেপির জেলা সহ-সভাপতি স্বপন রায় চৌধুরী জানান, “আমরা তিলোত্তমার সুবিচার চাই। যতদিন না তিলোত্তমা সুবিচার পাচ্ছে, ততদিন আমাদের আন্দোলন চলবে।” তিনি আরও বলেন যে তিলোত্তমার বাবা-মায়ের সঙ্গে দেখা করে প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টার বিষয়ে নিশ্চিত হয়েছেন।
এছাড়াও, মালদার বামনগোলার পাকুয়াহাট বাসস্ট্যান্ডে বিজেপি কর্মীরা রাজ্য সড়ক অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এই কর্মসূচির মাধ্যমে বিজেপির নেতারা দোষীদের শাস্তির দাবিতে আওয়াজ তুলেছেন এবং রাজ্যজুড়ে এই আন্দোলন আরও জোরালোভাবে চালানোর কথা জানিয়েছেন।

