প্যারিস, ৬ সেপ্টেম্বর (হি.স.): শুক্রবার প্যারিস প্যারালিম্পিকে প্রবীণ কুমার পুরুষদের হাই জাম্প টি-৬৪ জিতে দেশকে ষষ্ঠ স্বর্ণপদক এনে দিলেন। প্রবীণ কুমার ২.০৮ মিটার সাফ করে ভারতকে ষষ্ঠ সোনার পদক এনে দিলেন।
এর ফলে টোকিও প্যারালিম্পিক সোনার পদক তালিকাকে ছাড়িয়ে গেল ভারত। প্রবীণ কুমার টানা দুটি প্যারা অলিম্পিক থেকে পদক পেলেন।টোকিওতে তিনি রুপোর পদক পেয়েছিলেন। টোকিও প্যারালিম্পিক গেমসে ভারত পাঁচটি সোনা, ছয়টি রুপো এবং আটটি ব্রোঞ্জ পদক জিতেছিল।