নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৬ সেপ্টেম্বর: শুক্রবার কমলপুরের হালহালী বিমল সিংহ কমিউনিটি হলে ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন বিদ্যামন্দির ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে শিক্ষক দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী হরে কৃষ্ণ বনিক, বিশেষ অতিথি সঞ্জীব আহির, বিশেষ অতিথি বিশিষ্ট নৃত্যশিল্পী সুস্মিতা দেব প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত ভাষনে বিদ্যালয়ের অধ্যক্ষ অঞ্জন সুত্র ধর। অনুষ্ঠানে সমাজে বিনামূল্যে যারা শিক্ষকতা করেন তাদের সন্মাননা প্রদান করা, ছোট ও বড়দের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফল করা মেধা ছাত্র ছাত্রীদের সম্মাননা প্রদান করা ইত্যাদি।