লখনউ, ৬ সেপ্টেম্বর (হি.স.): বরাবাঁকি জেলায় পথ দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি শুক্রবার সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের আধিকারিকদের অবিলম্বে আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে যথাযথ চিকিৎসার নির্দেশ দেন। তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজেরও নির্দেশ দেন। বরাবাঁকির পুলিশ সুপার দীনেশ কুমার সিং জানান, বৃহস্পতিবার গভীর রাতে লখনউ-মাহমুদাবাদ সড়কে দুটি গাড়ি এবং একটি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ৫ জন প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।