আগরতলা, ৬ সেপ্টেম্বর: মন্ত্রী সুধাংশু দাসের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বিধানসভায় সরব হয়েছিলেন কংগ্রেসের বিধায়করা। আজ সুধাংশু দাসের সমর্থনে বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসের সামনে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন সনাতনী ধর্মাম্বলীরা। এবিষয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণের অভিযোগ, পূর্ব পরিকল্পনা করে আজ বিধানসভায় যেতে বাধা দেওয়া হয়েছে। তাঁরা আসলে মুখোশধারী হিন্দু।
প্রসঙ্গত, মন্ত্রী সুধাংশু দাসের সামপ্রদায়িক মন্তব্যকে ঘিরে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। ত্রিপুরা বিধানসভায় এই মন্তব্যের প্রতিবাদে কালো পতাকা দেখিয়েছিলেন বিরোধী বিধায়করা।
এরই প্রতিবাদে আজ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের সরকারি বাসভবনের সামনে কালো পতাকা দেখিয়েছেন বিজেপি কর্মী সর্মথকরা। এক সনাতনীধর্মের ব্যক্তি জানিয়েছেন, সনাতনী ধর্মে আঘাত আসলে মনে কষ্ট হয়। সমাজে সবাইকে নিয়ে চলাই সনাতনীদের ধর্ম। কিন্তু সনাতনী ধর্মকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, যা কেনোভাবে ঠিক হয় নি।
এবিষয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, পূর্ব পরিকল্পনা করে আজ বিধানসভায় যেতে বাধা দেওয়া হয়েছে। তাঁরা আসলে মুখোশধারী হিন্দু। হিন্দু এবং সনাতনধর্মকে বদনাম করার চেষ্টা করছে।