আগরতলা ৬ সেপ্টেম্বর : রাজ্যে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ই চলছে। চুরির ঘটনার ফলে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এরই মধ্যে গতকাল রাতের আধারে বিশালগড় বাইপাস সংলগ্ন এলাকায় একটি দোকানে চোরের দল হানা দিয়েছে। চোরের দল ব্যাটারি, গাড়ির মেশিন সহ নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
দোকান মালিক লক্ষণ দে জানিয়েছেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলেন তিনি। আজ সকাল বেলা দোকানে এসে দেখতে পান দোকানের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করেই চুরি হওয়ার বিষয়টি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ছুটে গিয়েছে এবং চুরির সমস্ত তথ্য সংগ্রহের পর তদন্ত শুরু করেছে।
ReplyForwardAdd reaction |