কেনিয়া, ৫ সেপ্টেম্বর (হি.স.): আগুনে পুড়ে মৃত্যু হল প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া উগান্ডার ম্যারাথন দৌড়বিদ রেবেকা শেপেতেগেইয়ের। জানা গিয়েছে, তাঁর প্রেমিকই তার গায়ে পেট্রল ঢেলে তাকে পুড়িয়ে মেরেছেন। ঘটনাটি ঘটে গত সপ্তাহে কেনিয়ার এনডেবেসে নিজের বাড়িতেই।আজ বৃহস্পতিবার সকালে রেবেকার মৃত্যু হয়েছে হাসপাতালে। আগুন পুড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি তাঁর প্রেমিকও।পুলিশ জানিয়েছে, গত রবিবার সন্তানদের নিয়ে গির্জায় প্রার্থনা করতে গিয়েছিলেন রেবেকা। ফেরার পর তাঁর সঙ্গে পারিবারিক কিছু সমস্যা নিয়ে ঝগড়া শুরু করেন প্রেমিক ডিকসন এনডিয়েমা মারানগাশ। তারপরেই এই ঘটে।উল্লেখ্য প্যারিস অলিম্পিকে মহিলাদের ম্যারাথনে অংশ নিয়েছিলেন উগান্ডার দৌড়বিদ রেবেকা। তিনি ৪৪-তম স্থানে শেষ করেছিলেন।
2024-09-05