মধ্যমগ্রাম, ৫ সেপ্টেম্বর (হি.স.): বছর ১৪-র এক নাবালিকা ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যমগ্রামের ২৭ নম্বর ওয়ার্ডের বিটি কলেজ পালপাড়া এলাকা। অভিযোগের তির উঠেছে ২১ বছর বয়সী রাহুল দত্ত নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগকারীদের মতে, গতকাল রাতে রাহুল দত্ত ও তার চার বন্ধু মিলে জোর করে নাবালিকার ঘরে ঢুকে তাকে শারীরিক নির্যাতন চালায় এবং তার শরীরে বিঁড়ির ছেঁকা দেয়।
স্থানীয়দের অভিযোগ, সুযোগ বুঝে নাবালিকা চিৎকার শুরু করলে রাহুল দত্ত ও তার বন্ধুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই এলাকাবাসীরা অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব হন। বৃহস্পতিবার ভোররাতে উত্তেজিত জনতা বিটি কলেজ পালপাড়া এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শন করে এবং পুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামে।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি সামাল দিতে এয়ারপোর্ট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং অভিযুক্ত রাহুল দত্ত-সহ তার পরিবারের আরও দুইজনকে আটক করে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ) মোতায়েন করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। অপরদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নাবালিকার মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

