স্কুল নির্মাণের জ‌মি বেদখলমুক্ত কর‌তে কটাম‌ণি‌তে চলল প্রশাস‌নের পে-লোডার

বাজারিছড়া (অসম), ৫ সেপ্টেম্বর (হি.স.) : সরকা‌রি স্কুল নির্মাণের জ‌মি বেদখলমুক্ত কর‌তে পাথারকা‌ন্দি বিধানসভা এলাকাধীন বাজারিছড়া থানাধীন কটা‌ম‌ণি‌তে চলেছে প্রশাস‌নের পে-লোডার (এক্সক্যাভ্যাটর)।

আজ বৃহস্প‌তিবার সকা‌লে স্থানীয় সাৰ্কল প্রশাস‌নের উদ্যো‌গে কড়া পু‌লি‌শি প্রহরায় কটাম‌ণির পা‌তিয়ালা তেমাথায় চ‌লে পে-লোডার। পে-লোডার দিয়ে বিগত দি‌নে পরিচালিত উচ্ছে‌দে ভেঙে ফেলা হয়েছে আসদ্দর আলির পুর‌নো এক‌টি ঘ‌রের অংশও। এছাড়া আজ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জনৈক বিষ্ণুরাম কানুর এক‌টি নতুন ভি‌টের আং‌শিক সীমানা দেওয়াল।

এ ব্যাপা‌রে প্রশাসন সহ স্থানীয় জনগ‌ণের কোনও প্রতি‌ক্রিয়া জানা যায়‌নি। তবে সূ‌ত্রের ম‌তে, ওই স্থা‌নে সরকা‌রিভা‌বে এক‌টি ম‌ডেল স্কুল নির্মাণের কাজ চলছিল। এ ব্যাপারে ইতোমধ্যে জ‌মিও নির্ধারণ করা হয় সরকা‌রিভা‌বে। প‌রে নির্ধা‌রিত জ‌মির একাংশ বেদখল হওয়ায় বাধ্য হ‌য়ে জেলাশাসকের নি‌র্দেশে উচ্ছেদ অভিযান চালায় সার্কল প্রশাসন।

জানা গে‌ছে, এ ব্যাপা‌রে স্থানীয় তিন ব্যক্তির না‌মে প্রশাসনের পক্ষ থেকে ইতোম‌ধ্যে নো‌টিশও জা‌রি করা হয়েছে।

প্রসঙ্গত, বিগত দি‌নে ওই এলাকায় ইচা‌বিল চা বাগা‌নের সরকা‌রি জ‌মি বেদখলমুক্ত কর‌তে প্রশাস‌নের বুলডজার ক‌য়েকশো বা‌ড়ি ও দোকান গুঁড়িয়ে দিয়েছিল। ‌সেই আত‌ঙ্কের রেশ এখনও র‌য়ে গে‌ছে স্থানীয়‌দের ম‌ধ্যে। এরই ম‌ধ্যে স্কু‌লের জ‌মি পুনরুদ্ধা‌রে ফের প্রশাস‌নের পে-লোডার মা‌ঠে নামায় স্থানীয় অনেকে ম‌ধ্যে নতুন ক‌রে উচ্ছেদাতঙ্ক দেখা দিয়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *