নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর: মধুপুর থানার পুলিশ নোয়াবাড়ি এলাকা থেকে দুই মানব পাচারকারী যুবককে আটক করেছে। মানব পাচারকারী সন্দেহে মধ্যরাতে জনতার হাতে আটক ২ যুবক। উত্তম মাধ্যম দিয়ে তাদের মধুপুর থানার পুলিশের হাতে তুলে দিল দুই যুবককে।
ধৃতরা হল জিৎ ঘোষ ও রাকেশ দেব। ঘটনা মধুপুর থানাধীন নোয়াবাড়ি এলাকায়। জানা যায়, মধুপুর থানাধীন কইয়াডেপা সীমান্তবর্তী এলাকার কুখ্যাত মানব পাচারকারী আবুর বাড়ি থেকে রোহিঙ্গা পাচার করার উদ্দেশ্যে গিয়েছিল এই দুই যুবক। আটক যুবকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি উঠেছে।

