ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে বিক্ষোভ টিএসএফ-র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে আজ সার্কিট হাউজ গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখিয়েছে টিএসএফ। 

এ বিষয়ে সংগঠনের নেতা জানিয়েছেন, দীর্ঘ দিন যাবৎ ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবি জানিয়ে আসা হচ্ছে। তারপরও দাবি পূরণের সরকার কোনো কর্নপাত করছে না। ত্রিপুরা বর্ষাকালীন বিধানসভা অধিবেশনে আওয়াজ তোলার জন্য আবারো আজকে তারা আন্দোলনে নেমেছে বলে জানান তিনি।  

তাদের হুশিয়ারী যতদিন পর্যন্ত সরকার ককবরক ভাষা রোমান হরফে ব্যবহারের দাবি পূরণ না হয় ততদিন সংগ্রাম জারি থাকবে।আগামী দিনে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও হুশিয়ারি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *