পাথারকান্দি (অসম), ৪ সেপ্টেম্বর (হি.স.) : বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন এক গৃহবধূ। চাঞ্চল্যরকর এই ঘটনাটি ঘটেছে পাথারকান্দি পেট্রলপাম্প সংলগ্ন স্থানে মঙ্গলবার দুপুরে।
ওই স্থানে শাঁখা-সিঁদূর পরিহিত জনৈক মহিলাকে বিষপান করে কাঁতরাতে দেখে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাথারকান্দি সামূহিক হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে রেফার করা হয়।
জানা গেছে, মহিলার নাম মৌসুমী শুক্লবৈদ্য। তাঁর শ্বশুর বাড়ি বদরপুরে। বাপের বাড়ি নিলামবাজারে। কিন্তু কী কারণে স্বল্পবয়সি মহিলা বিষপান করেছেন তা জানা যায়নি। তাছাড়া তিনি একা কেন পাথারকান্দিতে এসেছিলেন, তা-ও স্পষ্ট নয়। তবে এ ঘটনায় পাথারকান্দি থানার পুলিশ তদন্তে নেমেছে বলে খবর পাওয়া গেছে।