বিধানসভায় বন্যা নিয়ে আলোচনা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে চেয়েছেন কংগ্রেস বিধায়ক

আগরতলা, ৪ সেপ্টেম্বর : বিধানসভায় বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হোক, প্রস্তাব এনে সংসদ বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। কিন্তু, প্রশ্নোত্তর পর্ব শুরুর তাগিদে এবিষয়ে সিদ্ধান্ত হয়নি।

এনএলএফটি এবং এটিটিএফের সাথে শান্তি চুক্তির জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন। আজ থেকে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে। তাই, বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে স্বল্পকালীন আলোচনা আগামীকাল অথবা শুক্রবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হোক চাইছেন সুদীপ বাবু।