নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর:
‘বিলম্বে বোধোদয় রাজ্যবাসীর কাছে কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত’। কংগ্রেস এবং সিপিএম যে জোট করেছে তার জন্য রাজ্যবাসীর কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। কংগ্রেস কর্মীরা যারা রাজনৈতিক সন্ত্রাসে নিহত হয়েছেন তাদের কাছেও এই জোটের জন্য ক্ষমা চাওয়া উচিত। মঙ্গলবার রাজ্যসভার শূন্য আসনে উপ নির্বাচনে কংগ্রেস ও সিপিআইএম এর অবস্থান নিয়ে এমনটাই বললেন রতন লাল নাথ।
তিনি আরো বলেন, ভোটে জেতা বিজেপি দলের মূল কাজ নয়। বর্তমান সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়ন করাই দলের মূল লক্ষ্য। তিনি আরো বলেন, ঘরে ঘরে রোজগার পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্যেই বিজেপি সরকার কাজ করছে। রাজীব ভট্টাচার্য যোগ্য ব্যক্তি। উনার সভাপতিত্বে দল একের পর এক ভালো ফলাফল করেছে রাজ্যে। এবারে কেন্দ্র ও রাজ্য সরকার ঐক্যবদ্ধভাবে উন্নয়নের দিশাতে কাজ করবেন বলে জানালেন মন্ত্রী রতন লাল নাথ।