ত্রিপুরায় রাজ্যসভার শূন্য আসনে উপনির্বাচনে বিজেপির প্রত্যাশিত জয়, সাংসদ নির্বাচিত রাজীব ভট্টাচার্য

আগরতলা, ৩ সেপ্টেম্বর : প্রত্যাশিতভাবেই ত্রিপুরায় রাজ্যসভার একটি মাত্র শূন্য আসনে উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য জয়ী হয়েছেন। তিনি বিজেপি, আইপিএফটি এবং তিপরা মথা মিলে ৪৭ জন বিধায়কের ভোট পেয়েছেন।

অন্যদিকে, বামফ্রন্ট প্রার্থী সিপিএমের সুধন দাস ১০ টি ভোট পেয়েছেন। কংগ্রেস এদিন রাজ্যসভার উপনির্বাচনে ভোটদানে বিরত থেকেছে। ফলে, ৬০ জন বিধায়কের মধ্যে ৫৭ জন এদিন ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাজ্যসভায় উপনির্বাচনে জয়ী হওয়ার পর বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য-কে দলের সমস্ত বিধায়ক এবং শীর্ষ পদাধিকারীরা পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।