জয়পুর, ৩ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই মঙ্গলবার ভারী বৃষ্টিতে ভিজলো মরুরাজ্য রাজস্থানের বিভিন্ন জেলা। বৃষ্টি এতটাই হয়েছে যে, সকালেই নেমে আসে আঁধার। মঙ্গলবার রাজস্থানের রাজসমন্দ, উদয়পুরে ভারী বৃষ্টিপাত হয়েছে। প্রবল বৃষ্টিতে সকালের দিকে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। রাজস্থানের রাজসমন্দে মঙ্গলবার সকালে প্রবল বর্ষণ হয়েছে, রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বৃষ্টিতে মাঠ ভরাট, জলের স্তর বেড়েছে এবং সকালেই নেমে আসে আঁধার। ভারী বৃষ্টি হয়েছে রাজস্থানের উদয়পুরেও। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থানের বিভিন্ন জেলায় আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত চলবে।
2024-09-03