রাজ্য কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু

আগরতলা, ৩ সেপ্টেম্বর : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সিপাহীজলা জেলার বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি রাজ্যের কেন্দ্রীয় সংশোধনাগারের অভ্যন্তরের বিভিন্ন গৃহ ও পরিষেবা ব্যবস্থা ঘুরে দেখেন।

রাজ্য সরকারের এক পদস্থ আধিকারিক জানান, পরিদর্শনকালে রাজ্যপাল সংশোধনাগারের আধিকারিক ও কয়েদি আবাসিকদের সাথে মত বিনিময় করেন। সংশোধনাগারের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি ঘুরে দেখেন কয়েদি আবাসিকদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন শাখা। এই পরিদর্শনকালে রাজ্যপাল সংশোধনাগারের সর্বত্র পরিষ্কার পরিচ্ছনতা বজায় রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন।

এই পরিদর্শনকালে রাজ্যপাল প্রথম সংশোধনাগারের ‘আনন্দ প্রেক্ষাগৃহে’ কয়েদি আবাসিকদের সঙ্গে মত বিনিময়ে মিলিত হন। আবাসিকদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ নেন। রাজ্যপালকে কাছে পেয়ে আবাসিকরা আজ এক স্মারকলিপি প্রদান করেন। রাজ্যপাল সংশোধগারের মহিলা আবাসিকদের সঙ্গেও কথা বলেন এবং তাদের ও তাদের সঙ্গে থাকা শিশুদর সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি বলেন, ভারতের জেলগুলি এখন শুধু সাজা প্রদানের ভাবনায় পরিচালিত হয় না, এগুলো এখন ভুল সংশোধন করার স্থান । সাজাপ্রাপ্তরা যেন নিজের ভুল সংশোধন করে পরবর্তী জীবন সুন্দর ভাবে অতিবাহিত করতে পারেন সেই বিষয়টির দিকেও লক্ষ্য রাখা হয়। রাজ্যপালের এই পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন আই.জি প্রিজন রমেশ রেড্ডি, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত দে, জেলার পুলিশ সুপার বি.জে রেড্ডি , জেল সুপার তথা বিশালগড়ের মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *