মালদা, ৩ সেপ্টেম্বর (হি.স.): আরজি কর কান্ডে সিবিআইয়ের হাতে ডা. সন্দীপ ঘোষের গ্রেফতারের পর, নির্যাতিতার কাকিমা এই ঘটনাকে তাদের পরিবারের এবং আন্দোলনরত ছাত্র-চিকিৎসকদের নৈতিক জয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “২৫ দিন ধরে যে ছাত্ররা বা ডাক্তাররা আন্দোলন করছে, এটা তাদের নৈতিক জয়, সাথে আমাদের পরিবারেরও। আমাদের মনে হচ্ছে যে বিচার ঠিক পথে এগোচ্ছে এবং আমরা সুবিচার পাব।”
তিনি আরও বলেন, “আমাদের মেয়ে দুর্নীতির শিকার হয়েছে, সেক্ষেত্রে ডা. সন্দীপ ঘোষের গ্রেফতার আমাদের জন্য কিছুটা স্বস্তির।” তবে এখনও পর্যন্ত নির্যাতিতার আত্মা শান্তি পায়নি বলেও উল্লেখ করেন তিনি।
নির্যাতিতার কাকিমা জানান, “যেদিন এই অপরাধের সাথে যুক্ত প্রত্যেকটি মানুষ ফাঁসিকাঠে ঝুলবে, সেদিন আমরা বলতে পারব যে আমাদের মেয়ে শান্তি পেয়েছে এবং আমরাও পরিবারের তরফ থেকে শান্তি পেয়েছি।”
এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলনরত ছাত্র-চিকিৎসকদের মধ্যে একটি নতুন আশার সঞ্চার হয়েছে এবং তারা এখন বিচার প্রক্রিয়ার দ্রুততার অপেক্ষায় রয়েছেন।

