আগরতলা, ৩ সেপ্টেম্বর: এয়োদশ বিধানসভা নির্বাচনে বিজেপিকে বৈতরণী পার করে দিতে মথার সাথে সমান পাপে ভাগিদারী সিপিএম। আজ সাংবাদিকদের মুখোমুখি এমনটাই অভিযোগ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।
এদিন তিনি বলেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি গণতন্ত্র লুন্ঠন করে চলেছে। কংগ্রেসের বহু কর্মী আহত হয়েছে। রাজ্যে গনত্রন্ত্র বলে কিছুই নেই, অরাজনৈতিক কিছু গুন্ডা-পান্ডা আর সমাজদ্রোহী দিয়ে চলছে রাজ্য। তাই কংগ্রেস ভোট বয়কট নয়, আমরা ভোটদান থেকে বিরত ছিলাম বলে জানান তিনি।
তাঁর কথায়, রাজ্যসভার উপনির্বাচন নিয়ে প্রার্থী দেওয়ার বিষয়ে কংগ্রেসের সাথে কোনও আলোচনাই করেনি সিপিএম।