জলপাইগুড়ি, ৩ সেপ্টেম্বর (হি.স.): জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে উদ্ধার হল এক যুবতীর দেহ। পাশাপাশি, একই দিনে ওই যুবতীর পিসি তিস্তা নদী থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে। ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বছর ২৫-এর অঙ্কিতা ঘোষ। মঙ্গলবার সকালে তাঁর মা মনিকা ঘোষ প্রথম মেয়ের মৃতদেহ দেখতে পান। মনিকাদেবী সকালে উঠে দেখেন তাঁর ননদ সাধনা ঘোষ একটি ব্যাগ নিয়ে তড়িঘড়ি বাড়ি থেকে বের হচ্ছেন। মনিকা জানতে চাইলে সাধনা জানান, তিনি একটি কাজে ময়নাগুড়ি যাচ্ছেন। এরপর আচমকা তিনি বাড়ির মূল দরজা বন্ধ করে দিয়ে চলে যান। এদিকে মনিকা তাঁর অপর সন্তানকে অঙ্কিতার কাছে রাখতে গিয়ে দেখেন অঙ্কিতা মাটিতে পড়ে রয়েছে। তিনি লক্ষ্য করেন, অঙ্কিতার শরীর শক্ত হয়ে গিয়েছে। জানা গিয়েছে, সেই সময়ে বাড়িতে আর কেউ উপস্থিত ছিলেন না। মনিকার স্বামী অরবিন্দ ঘোষ মাঠে চাষের কাজ করছিলেন। মনিকার দাবি, তিনি অরবিন্দকে ডাকতে গেলে দেখেন বাড়ির মূল দরজা বাইরে থেকে বন্ধ। এরপর মনিকার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে মনিকা ও অরবিন্দ জানতে পারেন সাধনা তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছেন বলে জানা গিয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। তবে ঠিক কী কারণে সাধনার এই আত্মহত্যার চেষ্টা সেটিও এখনও জানা যায়নি। অঙ্কিতার মৃত্যু এবং সাধনার আত্মহত্যার চেষ্টার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
2024-09-03

