নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: ওএনজিসির এসিসি লজিস্টিক ম্যানেজারের অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে সোমবার ওএনজিসির গেটের পাশে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে গাড়ি চালকরা।
শ্রমিকদের শোষণ করে চলছে এসিসি লজিস্টিক ম্যানেজার অসীম দত্ত, এমনটাই অভিযোগ। ওএনজিসির অধীনে এসিসি লজিস্টিকের মাধ্যমে গাড়ি দিয়ে মাল আনা নেওয়া হয়। কিন্তু সেই সমস্ত ড্রাইভাররা মাসিক বেতন পাওয়ার পর থেকেই ১০ হাজার টাকা দেবার জন্য তাদেরকে চাপ সৃষ্টি করে। তারই পরিপ্রেক্ষিতে সোমবার ওএনজিসি গেইটের পাশে প্রতিবাদ জানান তারা। অবিলম্বে এক ধরনের কার্যকলাপ বন্ধ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের শামিল হবে বলে জানিয়েছে।