কুল্লু, ২ সেপ্টেম্বর (হি. স.) : হিমাচল প্রদেশের মানালি থানা এলাকায় হেরোইন ও চরস পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার সকালে হেরোইন পাচারের ঘটনাটি প্রকাশ্যে আসে ।পুলিশ গোপন সূত্রে খবর পায়, পঞ্জাবের এক ব্যক্তি মাদকের ব্যবসা করছে। খবর পেয়ে পুলিশ মডেল টাউনে অবস্থিত একটি হোটেলে অভিযান চালায়। অভিযানে ওই হোটেলের ঘর থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। অন্যদিকে মানালি থানার পুলিশ টহল দেওয়ার সময় একজন ব্যক্তির কাছ থেকে ৩২ গ্রাম চরস উদ্ধার করে। পুলিশ সুপার ডাঃ কার্তিকেয়ন বলেন, ধৃত মহেন্দ্র সিং (৩৩) এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
2024-09-02

