করিমগঞ্জ (অসম) ২ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার এরালিগুলস্থিত পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গঙ্গা প্রসাদ প্রসেইন। অনুষ্ঠানে পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্কুল যেমন মদনি গার্লস স্কুল, আসিমিয়া হায়ার সেকেন্ডারি স্কুল, আল ইকরা ন্যাশনাল একাডেমি, জফরগর এক্সটেন্ডেড উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড. জয়শ্রী চক্রবর্তী, অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ, কর্মী ও ছাত্রছাত্রীরা। প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণ রাখেন অধ্যক্ষা ড. জয়শ্রী চক্রবর্তী। তিনি মহাবিদ্যালয়ের ৭ বছর পূর্তি উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি তার ভাষণে প্রথমে মহাবিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে আলোচনা করেন। সেইসাথে গত সাত বছরে কলেজের নানা কর্মকান্ডের বিবরণ ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। সেইসাথে আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও ছাত্রছাত্রী ও মহাবিদ্যালয়ের উন্নতিকল্পে সমস্ত উদ্যোগ নেওয়া হবে। অধ্যক্ষ আগামীতে ন্যাক (ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্রিডিটেশন কাউন্সিল)টিমের কলেজ পরিদর্শন বিষয়ে সকলকে অবগত করেন । এদিনের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গঙ্গা প্রসাদ প্রসেইন মহাশয়ের মূল্যবান বক্তব্য। তিনি বলেন প্রথম সাত বছর একটি শিক্ষা প্রতিষ্ঠানের গড়ে উঠার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আর সকলের নিষ্ঠা ও পরিশ্রমের ফলে সাত বছরে এই মহাবিদ্যালয় বিভিন্ন বাঁধা অতিক্রম করে অনেকটাই এগিয়ে গেছে। প্রত্যন্ত অঞ্চলের এই কলেজের সুনাম অর্জনে ছাত্রছাত্রীদেরও যে বিশেষ ভূমিকা রয়েছে, সেকথা তিনি জোর দিয়ে বলেন। শুধু পরীক্ষায় ভাল ফলাফল করলেই হবে না আদর্শ নাগরিক, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে দেশের ও সমাজের উন্নয়নে অংশগ্রহণ করতে হবে। সকলে মিলে এই শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মঙ্গল বিশ্বাস, জফরগর এক্সটেন্ডেড উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম এবং অন্যান্য স্কুল থেকে আগত শিক্ষকরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।ওই অনুষ্ঠানে গত সাত বছরের মহাবিদ্যালয়ের গৌরবময় যাত্রার কিছু স্মরণীয় মুহূর্তের ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।এদিন ছাত্র-ছাত্রীরা কবিতা আবৃত্তি, সঙ্গীত , নৃত্য পরিবেশন করে, যা প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটিকে এক বিশেষ মাত্রা প্রদান করে। বারইগ্রাম রয়াল ইংলিশ একাডেমীর ছাত্র-ছাত্রীরা একটি শিক্ষামূলক নাটক অনুষ্ঠানে উপস্থাপন করে। এছাড়া মদনি গার্লস স্কুলের ছাত্রী সাজিদা পারভীন অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তীকে নিয়ে লেখা তার স্বরচিত কবিতা পাঠ করে শোনায়। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন ড. মিঠুন নন্দী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. কণিকা চক্রবর্তী ও ইংরেজি বিভাগের অধ্যাপক শিবপ্রসাদ শর্মা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ন্যাক অ্যাক্রিডিটেশনের বাইনারি সিস্টেম নিয়ে বিস্তৃত আলোচনা করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং ন্যাক এক্সিকিউটিভ কমিটির মেম্বার প্রফেসর গঙ্গা প্রসাদ প্রসেইন। তিনি বাইনারি সিস্টেমে ন্যাকের বিভিন্ন নূতন নিয়মনীতি সম্পর্কে আলোচনা করেন। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানটি আয়োজিত হয় মহাবিদ্যালয়ের আইকিউএসি এর উদ্যোগে। এই পর্বে পাথারকান্দি কলেজ, রামকৃষ্ণনগর কলেজের অধ্যাপক অধ্যাপিকারাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ওইদিন মহাবিদ্যালয়ের দেয়াল পত্রিকা ‘মালঞ্চ’-এর ষষ্ঠ সংখ্যাটিরও উন্মোচন করা হয় বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে।