নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: সূর্যমণিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং এনএসএস ইউনিট ও রামনগরের নবজাগরন ক্লাবের যৌথ উদ্যোগে সোমবার বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের প্রয়াস অব্যাহত রেখেছে। সোমবার সূর্যমনি নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এনএসএস ইউনিট ও রামনগর নবজাগরণ ক্লাবের উদ্যোগে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করা হয়।
উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর নিবাস দাস ,কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, মন্ডল সভাপতি তাপস দেব সহ ক্লাব সদস্যরা। মোট ১০০ জনের হাতে এদিন ত্রাণ সামগ্রী তুলে দেন অতিথি সহ ক্লাব সদস্যরা।