নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন প্রাক্তন জননায়ক জনতা পার্টি (জেজেপি) নেতা দেবেন্দর সিং বাবলি। এছাড়াও সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন সুনীল সাংওয়ানও। দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং ও বিজেপি নেতা বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে দেবেন্দর ও সুনীল বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়াও প্রাক্তন জেজেপি নেতা সঞ্জয় কাবলানাও বিজেপিতে যোগ দিয়েছেন এদিন।বিজেপিতে যোগ দেওয়ার পর দেবেন্দর সিং বাবলি বলেছেন, “আমি খুবই গর্বিত বোধ করছি, আমি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ও তাঁর দৃষ্টিভঙ্গির অধীনে কাজ করার সুযোগ পাব। ভবিষ্যৎ সময় বিজেপির জন্য…আগামী সময়ে কঠোর পরিশ্রমের সঙ্গে আমরা হরিয়ানায় সরকার গঠন করব। আমরা দলের কাজ সম্পর্কে, জনগণকে সচেতন করব এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব।” সঞ্জয় কাবলানা বলেছেন, “বিজেপি তৃতীয় মেয়াদে হরিয়ানায় সরকার গঠন করতে চলেছে…আমরা কঠোর পরিশ্রম করব।”
2024-09-02

