বিজওয়াড়া, ২ সেপ্টেম্বর (হি.স.): বিগত কিছুদিন ধরে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। জলের তলায় বহু এলাকা। সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এদিন সকালে নৌকায় চেপে বিজয়ওয়াড়ার জলমগ্ন অঞ্চল ঘুরে দেখেন। বেলা গড়াতে রাজ্যের অন্যান্য দিকে বুলডোজারে চেপে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে এদিন ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্তারা। বিভিন্ন এলাকা ঘুরে দেখে কী-কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা পর্যালোচনা করেন তাঁরা।
উল্লেখ্য, প্রবল বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। ঘর-বাড়ি, রাস্তাঘাট সব ডুবে গিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু গাড়ি জলে ডুবে গিয়েছে। জনজীবন কার্যত বিপর্যস্ত। টানা বৃষ্টিতে বিঘা বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগকবলিত এলাকায় উদ্ধারকাজ চলছে পুরোদমে।