বিতর্কিত মন্তব্যের দায়ে অশোকনগরের তৃণমূল নেতাকে সাসপেন্ড করল দল

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.): বিকৃত মন্তব্য করার দায়ে অশোকনগরের নেতাকে চিহ্নিত করে তৃণমূল এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এই আচরণের নিন্দা করছে দল।

অশোকনগরের কল্যাণগড় পুরসভা এলাকায় দলীয় কর্মসূচিতে প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকারের মন্তব্য নিয়ে সোমবার তৃণমূল নিজের অবস্থান জানাল। তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখেন, ‘‘যে দলীয় নেতা প্রতিবাদী মা-বোনেদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, তাঁকে চিহ্নিত করে তৃণমূল এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এই আচরণের নিন্দা করছে দল।”

ভিডিয়োয় অতীশ সরকারকে বলতে শোনা যায়, “শুনে রাখবেন, আজ বলে গেলাম। আমরা যদি পাড়ায় পাড়ায় সকাল সন্ধ্যা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বার হতে? যদি আমরা আপনার বাড়িতে ঢুকে আপনার মা আর বোনকে কুৎসায় সাজিয়ে দেওয়ালে পোস্টার দিয়ে আসি, দরজা খুলে ওই পোস্টার আপনি খুলতে পারবেন না।”

উল্লেখ্য, মেয়ো রোডে তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে কামড়াবেন না। কিন্তু ফোঁস তো করতে পারেন।’’ দলীয় নেত্রীর কথা মতো ‘ফোঁস’ করতে গিয়েই বিতর্কে জড়ালেন অতীশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *