রাজ্যের বন্যায় ত্রাণ কাজে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এল আসাম সরকার, মুখ্যমন্ত্রীর হাতে ৫ কোটি টাকার অর্থরাশি তুলে দিলেন আসামের মন্ত্রী

আগরতলা, ১ সেপ্টেম্বর: বন্যা পরবর্তী পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যের পাশে দাঁড়াতে এবার মানবিক মুখ নিয়ে এগিয়ে এল আসাম সরকার। রবিবার সকালেই মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হাতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও আসাম সরকারের পক্ষ থেকে ৫ কোটি টাকার অর্থরাশি তুলে দিলেন সেই রাজ্যের পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা এই খবর জানান। 

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তায় এগিয়ে আসার জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও আসাম সরকারের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

আজ আমার সরকারি বাসভবনে আসাম সরকারের পক্ষে সম্মানিত পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ৫ কোটি টাকার অর্থরাশি বন্যাদূর্গতদের প্রদান করেন। এজন্য আমি শ্রী মল্ল বড়ুয়াকেও অশেষ ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, ত্রিপুরার বন্যা ত্রাণ কাজে গতি আনতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীগণ আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারও আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে।