আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে রাজ্য সরকারকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিল ছত্তিসগড় সরকার। ছত্তিসগড় সরকার রাজ্য সরকারকে ১৫ কোটি টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছে। আজ মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁই সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েছেন। ত্রিপুরার এই কঠিন সময়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ের দেওয়ায় জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। পাশাপাশি, মন্ত্রী রতন লাল নাথ, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, প্রাক্তন প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ধন্যবাদ জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁই বলেন, ভারী বর্ষণের কারণে ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। রাজ্যে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। এই কঠিন সময়ে ছত্তিসগড়ের জনগণ ও সরকার ত্রিপুরার জনগণ ও সরকারের পাশে দাঁড়িয়েছে। তাই ত্রিপুরা সরকারকে ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টার ১৫ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
এদিকে, রাজ্যে বন্যার কারনে উদ্ভূত পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁই ও ছত্তিসগড় সরকারকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেন, সকলের সার্বিক সহযোগিতায় এই বিপর্যয়কে মোকাবিলা করে শীঘ্রই বিকাশের মুল ধারায় সংযুক্ত হবে।
পাশাপাশি, মন্ত্রী রতন লাল নাথ, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, প্রাক্তন প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ধন্যবাদ জানিয়েছেন।