চার লক্ষ টাকার হেরোইন সহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ আগস্ট: ফের যানবাহন চেকিং এর সময় এক বাইক থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি বাইক আরোহীকেও আটক করা হয়েছে।

ধর্মনগর মহকুমার অন্তর্গত কামেশ্বর রাধারমন মন্দিরের পাশে, ধর্মনগর থেকে বাগবাসা যাওয়ার পথে, ধর্মনগর আরক্ষা দপ্তরের পুলিশ  যানবাহন চেকিং করছিল। এই সময়, বাগবাসা থেকে ধর্মনগরের দিকে আসছিল টিআর০২সি৪৬৫৭  নম্বরের একটি মোটরবাইক। পুলিশ সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে বাইকটি ফেলে চালক দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ দ্রুত তাকে ধাওয়া করে আটক করে। বাইকটির তল্লাশি চালানোর সময়, তার ভেতর থেকে দুটি প্লাস্টিক বাক্সের ভেতরে লুকানো অবস্থায় ২৫ গ্রাম হেরোইনসহ হেরোইন ভর্তি ১০০টি কৌটা উদ্ধার হয়।

এই হেরোইনের কালোবাজার মূল্য ৪ লক্ষ টাকারও বেশি হতে পারে বলে জানিয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।

তিনি আরও জানান, হেরোইনসহ গ্রেপ্তার হওয়া বাইক চালকের নাম রাধা মানিক হালাম, তার বাড়ি বাগবাসা থানার অন্তর্গত জৈথাং এডিসি ভিলেজের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এনডিপিএস মামলা নথিভুক্ত রয়েছে।

ধর্মনগর আরক্ষা দপ্তরের পুলিশ তাকে গ্রেফতার করে নতুন একটি এনডিপিএস মামলা দায়ের করেছে।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকার, ডি সি এম জিনিয়াস দেববর্মা, এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *