এগিয়ে চলো-নাইন বুলেটস-এর ম্যাচ দিয়ে আজ থেকে শ্যামসুন্দর চন্দ্র স্মৃতি ফুটবল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।  শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল থেকে। প্রস্তুতি চূড়ান্ত। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শ্যাম সুন্দর কম জুয়েলার্স এর কর্ণধার তথা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি এবং ইস্টবেঙ্গল ক্লাবের সচিব রূপক সাহা। বলে কিক অফ করবেন প্রাক্তন ফুটবলার মানিক সূত্রধর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ঘরোয়া প্রথম ডিভিশন ক্লাব লীগ ফুটবলের আসর। আগামীকাল সন্ধ্যা ছয়টায় ফ্লাড লাইটে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে গত দুবারের চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘ খেলবে নাইন বুলেটস এর বিরুদ্ধে। এদিকে টি এফ এ-র তত্ত্বাবধানে মঙ্গলবার থেকেই খেলোয়াড়দের রেজিস্ট্রেশন পর্বও শুরু হয়েছে‌। লীগে এবছর দশটি ক্লাব দল অংশ নিচ্ছে। খেলা হবে লিগ কাম সুপার লিগ পদ্ধতিতে। এ-ডিভিশন থেকে এবার একটি টিমের অবনমন ঘটবে। পয়েন্ট তালিকায় সর্বশেষ তথা অবনমিত দল আগামী বছর বি ডিভিশনে খেলতে হবে। লীগের ক্রীড়া সূচি পুরোপুরি তৈরি হয়েছে। আজ, বুধবার বিকেলে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের অফিস কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এবারের প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের স্পন্সরের নাম এবং বিস্তারিত জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, সহ-সভাপতি রূপক সাহা, পেট্রন রতন সাহা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত লীগ পর্যায়ের খেলায় অধিকাংশ দিনে দুটো ম্যাচ তথা বিকেল তিনটায় প্রথম খেলা এবং সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় খেলা রাখা হয়েছে। শীর্ষ চারটি দলকে নিয়ে ২৯ সেপ্টেম্বর থেকে সুপার লিগের খেলা শুরু হবে। ‌ উল্লেখ্য, এবারকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে সুদৃশ্য ট্রফি সহ এক লক্ষ টাকা এবং রানার্সআপ দল কে ৭৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে। প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার রয়েছে এক হাজার টাকা করে। সুপার লিগ ম্যাচে সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়ার প্রত্যেকে পাবে ৩০০০ টাকা অর্থ পুরস্কার। ‌ এবার এ ডিভিশন লিগ ফুটবলে যে ১০ টি ক্লাব দল অংশ নিচ্ছে সেগুলো হলো এগিয়ে চলো সংঘ, ফরোয়ার্ড ক্লাব, লাল বাহাদুর ব্যায়ামাগার, জুয়েলস অ্যাসোসিয়েশন, টাউন ক্লাব, রামকৃষ্ণ ক্লাব, ফ্রেন্ডস ইউনিয়ন, ত্রিবেণী সংঘ, ব্লাড মাউথ ক্লাব, নাইন বুলেটস। ‌ ৩০ আগস্ট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বিকেল তিনটায় রামকৃষ্ণ ক্লাব খেলবে ফরোয়ার্ড ক্লাবের বিরুদ্ধে। সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় ম্যাচে ব্লাডমাউথ ক্লাব খেলবে জুয়েলস এসোসিয়েশনের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *