বিধায়ক হিসেবে মেয়াদ একদিন হলেও মিলবে অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা, আসছে বিল

আগরতলা, ২৮ আগস্ট : বিধায়ক হিসেবে মেয়াদ একদিন হলেও, অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা পাবেন তিনি। ত্রিপুরা বিধানসভায় বর্ষাকালীন অধিবেশনে এই সংক্রান্ত সংশোধনী বিল আনতে চলেছে রাজ্য সরকার। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

এদিন তিনি বলেন, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ত্রিপুরা বিধানসভা বর্ষাকালীন অধিবেশন শুরু হবে। ওই অধিবেশন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। ওই অধিবেশনে তিনটি বিল পেশ করবে ত্রিপুরা সরকার। 

এদিন তিনি আরও বলেন, তার মধ্যে একটি বিশেষ বিল পেশ করা হবে। বিধায়ক হিসেবে মেয়াদ একদিন হলেও, অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা পাবেন তিনি, এমনটাই বিল আনতে চলেছে রাজ্য সরকার।