নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: মঙ্গলবার ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের ১৯ তম প্রতিষ্ঠা দিবস এবং ওপেন জিমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
হাঁপানিয়ায় ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের বিবেকানন্দ অডিটোরিয়াম হলে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা মেডিকেল কলেজের অন্য ১৯ তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উপলক্ষে এক ওপেন জিমেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিবৃত্ত তুলে ধরেন।
তিনি বলেন ত্রিপুরা মেডিকেল কলেজ ইতিমধ্যেই নানা দিক দিয়ে অনেকটাই উন্নয়নের পথে এগিয়ে এসেছে। তিনি কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ চিকিৎসক চিকিৎসা কর্মীদের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন।