আগরতলা, ২৭ আগস্ট: রাজ্য সরকারের তরফ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানে সমীক্ষা চলছে। অতিসত্বর সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা করা হবে। আজ বিশালগড় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে একথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বন্যায় ত্রিপুরায় ব্যাপক আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার জলে বিশালগড়বাসীর ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে সমীক্ষা করা হচ্ছে। অতিসত্বর দূর্গতদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।