নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী নিজেই এক্স হ্যান্ডেলে তা জানিয়েছেন। সম্প্রতি ইউক্রেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এই আবহে মোদী ও পুতিনের মধ্যে এই বার্তালাপ বিশেষ তাৎপর্য্যপূর্ণ বলে মনে হচ্ছে।প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “বিশেষ এবং বিশেষাধিকারপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক ইউক্রেন সফরের প্রেক্ষিতে আমার দৃষ্টিভঙ্গি ও রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে দৃষ্টিভঙ্গি বিনিময় হয়েছে। সংঘাতের দ্রুত, স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানে সমর্থন করার জন্য ভারতের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।”
2024-08-27