নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: মঙ্গলবার আগরতলার মঠ চৌমুহনী ইসকন মন্দিরে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের ১২৮ তম আবির্ভাব দিবস উপলক্ষে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১২৮ বছর পূর্বে আবির্ভূত হয়েছিলেন ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। ধর্মীয় প্রচারের মাধ্যমে তিনি দেশ ও বিদেশে শান্তির বাণী প্রচার করেছিলেন। সে কারণেই বিশ্ব শান্তির অন্যতম অগ্রদূত ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের ১২৮ তম আবির্ভাব দিবস আগরতলায় ইসকন মন্দিরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপলক্ষে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।