শ্রীমৎ স্বামী হংসরাজ সোহংমনি যোগান্দ মঠে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: রাজ্যের বিভিন্ন প্রান্তে চোরের উপদ্রব বেড়েই চলেছে। চোরের দল মানুষের বাড়ি ঘর থেকে শুরু করে দোকানপাট এমনকি, মন্দির মসজিদ পর্যন্ত ছাড় দিচ্ছে না। ঠিক একই ভাবে চুরি কান্ড সংঘটিত হলো এক আশ্রমে। ঘটনা সোমবার সন্ধ্যা রাতে কমলাসাগর বিধানসভার অন্তর্গত পান্ডবপুর এলাকায়  শ্রীমৎ স্বামী হংসরাজ সোহংমনি যোগান্দ মঠে।

অন্যান্য দিনের মতো  আশ্রমের স্বামী সত্য শিবানন্দ মহারাজ এবং আশ্রম মাতা  সন্ধ্যা সাতটা নাগাদ আশ্রমের সন্ধ্যা আরতি শুরু করেন। চোরের দল সেই সুযোগকে কাজে লাগিয়ে আশ্রম মহারাজের শয়ন কক্ষের পেছনের দরজা ভেঙ্গে  ভেতরে প্রবেশ করে আলমিরার লকার ভেঙ্গে নয় ভড়ি স্বর্ণ সহ ২ লক্ষ টাকা চুরি করে পালিয়ে যায়। মহারাজ এবং আশ্রম মাতা সন্ধ্যা আরতি শেষ করে ঘরে প্রবেশ করতেই চুরির ঘটনাটি নজরে আসে।

তখন আশ্রমের মহারাজ এবং আশ্রম মাতা চিৎকার শুরু করলে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে প্রাথমিক তদন্ত শুরু করে। আশ্রমের মহারাজ জানিয়েছেন ২০১১ সালে আশ্রমটি স্থাপিত হয়েছিল ।