এগিয়ে চলো সঙ্ঘ-৩ রামকৃষ্ণ ক্লাব-২
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট।। সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফ্লাড লাইটে উত্তেজনার বারুদে ঠাসা ফাইনালে ম্যাচে এগিয়ে চলো সঙ্ঘ ৩-২ গোলে রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করে ফের শিল্ড হাতে তুললেন বুদ্ধ দেববর্মা-রা। এনিয়ে টানা ৪ বার শীল্ড জয় করলো মেলারমাঠের ঐতিহ্যবাহী ক্লাবটি। ত্রিপুরার ফুটবল ইতিহাসে বেনজির সম্মান পেয়েছে এগিয়ে চলো সংঘ। প্রথম কোনও ক্লাব টানা ৪ বার রাখাল মেমোরিয়াল ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে শীল্ড ঘরে তুলতে পেরেছে। ২০২৩-এ শীল্ড বিজয়ের দুর্দান্ত হ্যাটট্রিকের রেকর্ড নিজেরাই ভেঙে নতুন রেকর্ড গড়েছে এগিয়ে চলো সংঘ। আক্রমণ প্রতি আক্রমণের ফাইনালে গোলের সূচনায় বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি এগিয়ে চলো সঙ্ঘকে। প্রথমার্ধে বিজয়ী দল ৩-১ গোলে এগিয়েছিল। এগিয়ে চলো সংঘের পক্ষে সত্যম, শ্যাম ও সুরজ গোল তিনটি করেন। রামকৃষ্ণের পক্ষে সৌম্যজিৎ সিং ও পহর কুমার জমাতিয়া একটি করে গোল করে। বিরতির পর কিছুটা পরিকল্পিত ফুটবল খেলতে থাকে রামকৃষ্ণের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে রামকৃষ্ণের পক্ষে পহর কুমারের গোলে ব্যবধান কমলেও শেষ পর্যন্ত বাজিমাৎ করে এগিয়ে চলো সংঘ। খেলায় অসদাচরণের দায়ে রেফারি ফুটবলারকে হলুদ এবং লাল কার্ডও দেখাতে হয়। খেলা শেষে মাঠেই এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। চ্যাম্পিয়ন দল এগিয়ে চলো সংঘকে সুদৃশ্য ট্রফি এবং প্রাইজ মানি ৬০ হাজার টাকা, রানার্স রামকৃষ্ণ ক্লাবকে ট্রফি সহ ৪০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। ফেয়ার প্লে ট্রফি লাল বাহাদুর ব্যয়ামাগার পেয়েছে। সর্বাধিক গোলদাতার সৌম্যজিৎ সিং সহ ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন প্রীতম হোসেন।