BRAKING NEWS

অভিষেকের মেয়েকে ধর্ষণের হুমকি ঘিরে পদক্ষেপ শিশুসুরক্ষা কমিশনের

কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ন’বছরের মেয়েকে ধর্ষণের হুমকির অভিযোগ। আর জি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকে ওই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ শিশুসুরক্ষা কমিশন। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেছে কমিশন। পুলিশের কাছে তাদের গ্রেফতারির দাবিও জানানো হয়েছে।শিশুসুরক্ষা কমিশন এক বিবৃতিতে বলেছে, ‘আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ কর্মসূচির একটি ভিডিও সমাজমাধ্যমে দেখা গিয়েছে। যেখানে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে কেউ ধর্ষণ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আশপাশের কয়েকজন এই ঘোষণায় আনন্দও প্রকাশ করেন। কমিশন এই ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করছে এবং অবিলম্বে আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছে। পকসো, ইউএনসিআরসি আইনে এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত।’ কমিশনের তরফে আরও বলা হয়েছে, ‘সারা দেশ যখন আরজি করে ধর্ষণের ঘটনার প্রতিবাদ করছে, তখন আরও একটি ধর্ষণের হুমকি সম্পূর্ণ আইনবিরুদ্ধ। দৃষ্টান্তমূলক পদক্ষেপ না করলে এটি সমাজকে ভয়ানক বার্তা দিতে পারে। পুলিশের কাছে কমিশন অনুরোধ করছে, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে ওই নাবালিকার সুরক্ষার বন্দোবস্ত করা হোক।’ এই বিষয়ে পুলিশে অভিযোগও দায়ের করেছে শিশুসুরক্ষা কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *