জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের দায়িত্ব নির্ধারণ সমিতিতে ত্রিপুরার বিপ্লব কর

আগরতলা, ২৪ আগস্ট: জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের ‘দায়িত্ব নির্ধারণ সমিতির’ সুপারিশের ভিত্তিতে এক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে ত্রিপুরার একজন স্থান পেয়েছেন। আজ জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের ‘দায়িত্ব নির্ধারণ কমিটির’ সুপারিশের ভিত্তিতে জাতীয় সভাপতি অনিল চৌধুরী কর্তৃক সংগঠনের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে বিভিন্ন দায়িত্বে পরিবর্তন ও নতুন নিয়োগ করা হয়েছে। ওই কমিটিতে বিপ্লব কর নামে এক ব্যক্তি দায়িত্ব পেয়েছে।