BRAKING NEWS

নাবালিকা-ধর্ষণে অভিযুক্ত নিহত তফাজ্জুলের জানাজায় অংশগ্রহণ করবেন না জনতা, সর্বজনীন কবরস্থানে কবরস্থও নয়, একঘরে পরিবার

ধিং (অসম), ২৪ আগস্ট (হি.স.) : নাবালিকা-ধর্ষণকাণ্ডে অভিযুক্ত নিহত তফাজ্জুল ইসলামের জানাজায় অংশগ্রহণ করবেন না মুসলমান সমাজ, সর্বজনীন কবরস্থানে তার মৃতদেহকে কবরস্থও করতে দেওয়া হবে না, তফাজ্জুলের পরিবারকে করা হয়েছে একঘরে। আজ শনিবার এই সিদ্ধান্ত নিয়েছেন এলাকার মুসলমান সম্প্রদায়ের মানুষ।প্রসঙ্গত, নগাঁও জেলার অন্তর্গত ধিং বিধানসভা এলাকার বাসিন্দা এক নাবালিকাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেছিল তিন যুবক। তাদের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত তফাজ্জুল ইসলামকে গতকাল গ্রেফতার করেছিল পুলিশ।ধৃত তফাজ্জুলকে গ্রেফতার করে তদন্তের স্বার্থে আজ শনিবার ভোররাতে তাকে ধর্ষণকাণ্ড যেখানে সংগঠিত হয়েছিল, সেখানে নিয়ে যাচ্ছিল পুলিশ। ভোররাত প্রায় চারটা। তখন সে পুলিশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে রাস্তার পার্শ্ববর্তী কানায় কানায় ভরতি একটি জলাশয়ে ঝাঁপ দেয়। বহুক্ষণ তাকে খুঁজে না পেয়ে ডেকে পাঠানো হয় এসডিআরএফ-কে। প্রায় দু-ঘণ্টা তালাশি অভিযান চালিয়ে তফাজ্জুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে এসডিআরএফ।এর পর আজ দুপুরে ধিঙের মুসলমান সমাজের মুরব্বীদের আহ্বানে এক সভার আয়োজন হয়। সভায় সর্বসম্মতভাবে জঘন্য ঘটনার সঙ্গে জড়িত নিহত তফাজ্জুলের ব্যাপারে এক প্রস্তাব গৃহীত হয়। সভায় লিখিত প্রস্তাব অনুযায়ী, ‘আমরা অপরাধীর পক্ষে নেই…,আমরা সর্বদা ন্যায়ের পক্ষে আছি থাকব…, অভিযুক্ত তফাজ্জুলের জানাজায় কেউ অংশগ্ৰহণ করবেন না…, তার মৃতদেহকে সর্বজনীন কবরস্থানে কবরস্থ করতে দেওয়া হবে না।’ এছাড়া সর্বজনীন কবরস্থানে তার মৃতদেহকে কবরস্থও করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কেবল তা-ই নয়, তফাজ্জুল ইসলামের পরিবারকে একঘরে করার প্রস্তাব গ্রহণ করে তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা হয়েছে। লিখিত প্ৰস্তাবে আরও বলা হয়েছে, ‘জঘন্য অপরাধের সঙ্গে জড়িত তফাজ্জুল ইসলামের পরিবারকে সামাজিকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *