কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): বৃহস্পতিবার রাতে রাসেল স্ট্রিটের মৃত্যু হয়েছে এক যুবতীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর নাম শিবালিকা সিং (২৫)। বাড়ি চেতলায়। পুলিশ জানিয়েছে, বহুতল থেকে পড়ে তিনি মারা গিয়েছেন। আত্মহত্যার ঘটনা বলে অনুমান পুলিশের। যদিও শুক্রবার দুপুর পর্যন্ত মেলেনি এ ব্যাপারে নিশ্চিত কোনও সূত্র।
ওই বহুতলের কেয়ারটেকারদের দাবি, ওই যুবতীকে বিল্ডিংয়ে ঘোরাঘুরি করতে দেখেছিলেন তাঁরা। সন্ধে সাড়ে ৭টা নাগাদ ভারি কিছু পড়ার শব্দ পেয়ে ছুটে যান। দেখেন, ভবনের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শিবালিকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫/২ রাসেল স্ট্রিটে ওই বহুতলে অনেকগুলি সংস্থার অফিস রয়েছে। সেখানে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট স্কুল রয়েছে। ওই স্কুলেই প্রশিক্ষণ নিচ্ছিলেন শিবালিকা। তরুণীর ঝাঁপ দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শেক্সপিয়ার সরনি থানার পুলিশ। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠায় তাঁরা।
পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মোবাইল এবং বহুতলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ৮ মিনিটের একটি ফুটেজে তরুণীকে বহুতলে প্রবেশ করে দেখা গিয়েছে। তারপরে, পড়ে যাওয়ার ফুটেজও সংগ্রহ করেছে।
তরুণীর মৃত্যুর কারণ খোঁজার জন্য পুলিশ তরুণীর বাড়ির লোকেদের, ওই ইভেন্ট ম্যানেজমেন্ট স্কুল ও বহুতলের কেয়ারটেকারদের সঙ্গে কথা বলেছে।