নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২২ আগস্ট: নিজ বিধানসভা এলাকায় হাতেনাতে গরুপাচার ধরলেন ত্রিপুরার মন্ত্রী সুধাংশু দাস। গরু সমেত পাচারকারীকে তুলে দেওয়া হয় প্রশাসনের হাতে।
মাঝ রাস্তায় গরু পাচার রুখে দেওয়ার কাজ ইতিপূর্বে বহুবার করতে দেখাখেছে ত্রিপুরার মন্ত্রী সুধাংশু দাসকে। এবারে আরো একবার দিনে দুপুরে নিজ বিধানসভা এলাকার কৃষ্ণনগরে গো-চোরাচালান নিজেই রুখে দিলেন মন্ত্রী তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস।
বৃহষ্পতিবার নিজ বিধানসভা এলাকায় বন্যা কবলিত মানুষের খোঁজখবর নিতে বেরহন মন্ত্রী। তখনই কৃষ্ণনগর এলাকায় একটি বোলেরো পিকাপ গাড়ীতে অমানবিকভাবে আটটি গরুকে নিয়ে যেতে দেখে সন্দেহ হয় মন্ত্রীর। নিজেই গরু বোঝাই গাড়ীকে আটকে চালককে জিজ্ঞাসাবাদ করেন মন্ত্রী। প্রশ্নের উত্তরে গরুর কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি গাড়ী চালক।
ধারনা করা হচ্ছে চুরি করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো গরুগুলোকে। অনেকদিন ধরেই ফটিকরায় সহ আশপাশ এলাকায় গরু চুরির ঘটনায় অতিষ্ঠ মানুষ। সম্প্রতি বন্যায় মানুষ যখন ভিটেমাটিহীন তখনই সেই সুযোগকে কাজে লাগিয়ে পাচারকারীদের পোয়াবারো অবস্থা বলে অভিযোগ। এদিন পরে গরু সমেত পাচারকারীকে তুলে দেওয়া হয় ফটিকরায় থানার পুলিশের হাতে।

