আগরতলা, ২১ আগস্ট: গোমতী নদীর জল চরম বিপদ স্তর অতিক্রম করেছে। নিম্নাঞ্চলে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে আসার নির্দেশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
আজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, গোমতী নদীর জল চরম সীমা অতিক্রম করেছে। প্রশাসনের পক্ষ থেকে মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিন তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে প্রশাসনের। গোমতী নদীর জলে এখনও যারা ক্ষতিগ্রস্থ হতে পারেন, তাদের শীঘ্রই নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দিলে মুখ্যমন্ত্রী ।

