ইরানে উল্টে গেল যাত্রীবোঝাই বাস; মৃত্যু ৩৫ জন পাক নাগরিকের, আহত বহু

তেহরান, ২১ আগস্ট (হি.স.): ইরানে একটি যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু হল অন্তত ৩৫ জন পাকিস্তানি নাগরিকের। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন অনেক যাত্রী। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ইরানের ইয়াজদ প্রদেশে। ৫১ জন পাকিস্তানি তীর্থযাত্রী ইরাকে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু ইরানের ইয়াজদ প্রদেশের ‘দেহশির-টাফ্ট’ চেক পয়েন্টের কাছে আসতে আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এমনকি ওই বাসটিতে আগুনও লেগে যায় বলে খবর।ইরানের ক্রাইসিস ম্যানেজমেন্টের প্রধান আলি মালেক জাদেক জানিয়েছেন, দুর্ঘটনার পরই গুরুতর আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। অন্যদিকে, এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পরই পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইসহাক ডার শোকপ্রকাশ করেছেন। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, “দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। যাঁরা আহত হয়েছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *