আগরতলা, ২১ আগস্ট: অরুণাচল প্রদেশ থেকে এনডিআরএফ’র আরও ৪টি টিম উদ্ধার কাজে সহযোগিতার জন্য রাজ্যে আসছে। আজ বন্যা পরিস্থিতি নিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন তিনি বলেন, ত্রিপুরায় আর আগে এভাবে বৃষ্টিপাত হয়নি। রাজ্যের নদীগুলো বিপদ সীমার বাইরে চলে গিয়েছে। এখনো পর্যন্ত ৩ শতাধিক অস্থায়ী শিবিরে বর্তমানে পাঁচ হাজার মানুষ রয়েছেন বলে জানান তিনি।