প্রাণঘাতী দুর্ঘটনার শিকার কেকেআর তারকা রহমানউল্লাহ গুরবাজ, ভর্তি হাসপাতালে, অবস্থা স্থিতিশীল

কলকাতা, ২১ আগস্ট (হি.স.): প্রাণঘাতী দুর্ঘটনার শিকার কেকেআর তারকা উইকেট কিপার তথা ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। অনুশীলন করার সময় তাঁর ঘাড়ে গুরুতর চোট লাগে। এই ঘটনায় পর সঙ্গে সঙ্গে গুরবাজকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল বলেই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। গত জুলাই মাসে আইসিসি তাঁকে ‘প্লেয়ার অফ দ্য মান্থ’-এর পুরস্কার দিয়েছে।