আগরতলা, ২১ আগস্ট : তিনদিন ধরে টানা বর্ষণের জেরে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তাই, এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের কাছে অতিরিক্ত এনডিআরএফ টিম পাঠানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা।
সামাজিক মাধ্যমে বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যের বন্যা পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রি অমিত শাহ-কে অবগত করেছি। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত এনডিআরএফ টিম পাঠানোর আর্জি জানিয়েছি। এই সংকটকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই মুহুর্তে আমাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ।